সমলিঙ্গের বিয়ে মেনে নেওয়া হবে না: মাহাথির

  21-09-2018 08:44PM

পিএনএস ডেস্ক : মালয়েশিয়ায় সমলিঙ্গের বিয়ে কোনভাবেই মেনে নেওয়া হবে না। আজ (শুক্রবার) দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ মন্তব্য করেন।

সম্প্রতি মালয়েশিয়ার 'এলজিবিটি' সম্প্রদায় লোকজনের ওপর অত্যাচার ও গ্রেফতারের মাত্রা বেড়েছে কয়েকগুণ। এছাড়া দুই নারীকে সমকামিতার জন্য এ মাসের শুরুর দিকে বেত্রাঘাত করা হয়। এ ঘটনায় ব্যাপক তোলপাড় হয় মালেশিয়া ও পশ্চিমা দেশগুলোতে।

এ নিয়ে সাংবাদিকদের মাহাথির বলেন, মালেশিয়ায় কিছু বিষয় আছে। যেগুলো আমরা কোনভাবেই মেনে নিব না। পুরুষের সঙ্গে পুরুষের, নারীর সঙ্গে নারীর বিয়ে মালয়েশিয়ায় মেনে নেওয়া হবে না।

তিনি আরও উল্লেখ করে বলেন, পশ্চিমা দেশগুলোতে এসব মানবাধিকার হিসেবে মনে করা হয়। কিন্তু আমরা তা গ্রহণ করতে পারি না।

অন্যদিকে দেশটির অ্যাক্টিভিস্টরা 'এলজিবিটি' সম্প্রদায়ের মানবাধিকার রক্ষার জন্য দাবি জানাচ্ছেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন