যে কারণে পদত্যাগ করলো কাশ্মিরের ৩৩ পুলিশ কর্মকর্তা!

  24-09-2018 01:32PM

পিএনএস ডেস্ক : সেনা, নিরাপত্তাকর্মী ও পুলিশকর্মীরা ভারত সরকারের গুপ্তচরবৃত্তির কাজ করছে -এমন অভিযোগে কাশ্মিরে সরকারি অফিসারদের চাকরি ছাড়ার হুমকি দিয়েছিল হিজবুল মুজাহিদীন। অন্যথায় প্রাণনাশের হুমকিও দেয় তারা। এরপর শোপিয়ানে বাড়ি থেকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করা হয় তিন পুলিশ সদস্যকে।

এদিকে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ওই ঘটনার পর প্রাণ হারানোর ভয়ে রয়েছেন কাশ্মির উপত্যকার পুলিশ সদস্যরা। হিজবুল মুজাহিদীনদের হুমকি ও তিন স্পেশাল পুলিশ অফিসারকে হত্যা ঘটনায় প্রকাশ্যে চাকরি থেকে পদত্যাগ করেছেন কাশ্মীরে কর্মরত ৩৩ পুলিশ সদস্য।

দক্ষিণ কাশ্মিরের কুলগামে কর্মরত পুলিশ গুলাম মোহাম্মদ ঠোকারের স্ত্রী সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন, তিনি নির্ভয়ে পুলিশের চাকরি ছাড়ছেন। এ নিয়ে মোট ৩৩ জন পুলিশ সদস্য তাদের চাকরি ছাড়লেন। অন্যদিকে ওই ভিডিওর সত্যতা অস্বীকার করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি, ভিডিওটির পিছনে অন্য কোনো অভিসন্ধী রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন