মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী মোহাম্মাদ সোলি'র জয়

  24-09-2018 02:01PM

পিএনএস ডেস্ক : মালদ্বীপের রাষ্ট্রপতি নির্বাচনে আবদুল্লাহ ইয়েমেনকে হারিয়ে বিরোধী দলীয় প্রার্থী ইব্রাহিম মোহাম্মাদ সোলি জয়লাভ করেছেন। সোমবার সকালে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৫৮.৩ ভাগ ভোট পেয়েছেন ইব্রাহিম মোহাম্মাদ সোলি।

রবিবার মালদ্বীপে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ২ লাখ ৬২ হাজার ভোটারের মধ্যে ভোট প্রদানের হার ছিল ৮৮ শতাংশ। ইব্রাহিম মোহাম্মাদ সোলি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮০৮ ভোট। ইয়েমেন পেয়েছেন ৯৫ হাজার ৫২৬ ভোট। নির্বাচনে আর কোনো প্রার্থী ছিল না।

ইব্রাহিম মোহাম্মাদ সোলির প্রতি সমর্থন ছিল মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। ফল ঘোষণার পর টুইটারে তিনি ইব্রাহিম মোহাম্মাদ সোলিকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‌'শুধু মালদ্বীপের জনগণই নয়, বিশ্বের স্বাধীনতাকামী সব মানুষের জন্য অসাধারণ কাজ করেছেন। গণতন্ত্র ঐতিহাসিকভাবেই একটি অপরিহার্য বিষয়।' সূত্র: স্ট্রেইট টাইমস

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন