‘এই মুহূর্তে মন্ত্রীসভার কোনো পদ দখলের ইচ্ছা আমার নেই’

  16-10-2018 12:14PM


পিএনএস ডেস্ক: মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক দল পিকেআরের জনপ্রিয় নেতা এবং পোর্ট-ডিকসনের উপনির্বাচনের সদ্য বিজয়ী নেতা আনোয়ার ইব্রাহীম আবারো জানিয়েছেন, এই মুহূর্তে মন্ত্রীসভায় যোগদান করার কোনো পরিকল্পনা তার নেই।

মন্ত্রীসভায় কোনো গুরুত্বপূর্ণ পদের দিকে তার নজর রয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে আনোয়ার কৌতুক করে বলেন, ‘আপনারা কি আমাকে এমন কোনো পদের জন্য প্রস্তাব দিচ্ছেন? যদি আপনারা তাই করেন, তবে আমি পুনর্বিবেচনা করে দেখবো।’

সোমবার দেশটির আইনসভা ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘না, আমি এখনো আমার পূর্বের সিদ্ধান্তে অটল রয়েছি। মন্ত্রীসভার কোনো পদ দখল করার আমার কোনো পরিকল্পনা নেই। আমি আমার বর্তমান অবস্থায় ভালো আছি।’

একই সাথে আনোয়ার বলেন, মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হওয়ার জন্য এই মুহূর্তে তার কোনো পরিকল্পনা নেই। কারণ ড. মাহাথির মোহাম্মদকে সরকার পরিচালনা করার সুযোগ দেয়া প্রয়োজন।

‘আমি এটিকে কোনো উদ্বেগের বিষয় বলে মনে করি না। আমি আবারো বলছি, তাকে(ড. মাহাথিরকে) সরকার পরিচালনা করার জন্য পর্যাপ্ত সুযোগ দেয়া হোক যাতে করে কোনো চাপের ফলে তিনি লক্ষ্যচ্যুত না হন।’

তিনি বলেন, ‘এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ কিছু মূল বিষয় সম্পর্কে ড. মাহাথির এবং তার মন্ত্রীসভার সিদ্ধান্ত নেয়া দরকার।’

৯৩ বছর বয়সেও ড. মাহাথিরের রাজনৈতিক শক্তির প্রশংসা করে আনোয়ার ইব্রাহীম পোর্ট-ডিকসনের নির্বাচনে তাকে সহযোগিতার করার জন্য ড. মাহাথিরকে ধন্যবাদ জানান।

‘এই কারণেই যখন আমি উপনির্বাচনে জয়ী হই, তখন সবার আগে এই খবর আমি ড. মাহাথিরকে পৌঁছিয়ে দিই।’

‘এমনকি পোর্ট-ডিকসনের এমপি হিসেবে শপথ পাঠের পূর্বে আমি ড. মাহাথিরকে বলেছি যে, আমার কাজ হচ্ছে তার নেতৃত্বে সরকারকে আরো বেশি স্থিতিশীল এবং শক্তিশালী করা।’

একই সাথে আনোয়ার জানান, পিকেআরের চীফ হুইপ অথবা পাকতান হারপান জোটের কোনো পিছিয়ে পড়া নেতা হওয়ার ইচ্ছা তার নেই।

তিনি বলেন, ‘আমি শুধুমাত্র চীফ হুইপের একজন সমর্থক হিসেবে থাকতে চাই। তাতে করে আমি যার সাথে ইচ্ছা তার সাথে দেখা করতে পারবো এবং যা ইচ্ছা তাই বলতে পারবো।’

‘আনুষ্ঠানিক পদ শুধুমাত্র একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিবে।’-আনোয়ার এমনটি জানান।

প্রসঙ্গত, পাকতান হারাপান জোটের অন্য রাজনৈতিক দলসমূহের প্রতিশ্রুতি অনুযায়ী পরবর্তী দুই বছরের মধ্যে আনোয়ার ইব্রাহীমকে ড. মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত করে তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ দেয়া হবে। সূত্র: দ্যা স্টার অনলাইন

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন