তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস সরাবে অস্ট্রেলিয়া!

  16-10-2018 12:43PM

পিএনএস ডেস্ক : তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মরিসন বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি এবং সেখানে অস্ট্রেলিয়ার দূতাবাস স্থানান্তরের প্রস্তাবের ব্যাপারে তিনি ‘উদার’।

মরিসনের এ ধরনের ঘোষণার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া সরকারের দীর্ঘদিনের নীতির স্পষ্ট পরিবর্তন পরিলক্ষিত হলো।

জেরুজালেমকে স্বীকৃতি এবং সেখানে তার দেশের দূতাবাস সরিয়ে নেয়ার প্রস্তাবকে ‘সংবেদনশীল’ বলে মন্তব্য করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন