মালয়েশিয়ার পার্লামেন্টে যোগ দিয়েছেন আনোয়ার ইব্রাহিম

  16-10-2018 02:32PM

পিএনএস ডেস্ক : মালয়েশিয়ার পার্লামেন্টে যোগ দিয়েছেন সাবেক সহকারী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল সোমবার তিনি পার্লামেন্টের সদস্য হিসেবে শপথ নেন।

শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেগরি সেমবিলান রাজ্যের পোর্ট ডিকসন আসনের উপনির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন আনোয়ার।

গত মে মাসের নির্বাচনে মালয়েশিয়ার সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নেতৃত্বে আনোয়ার ইব্রাহিমের দল জয়লাভ করে। নির্বাচনে জোট গঠনের প্রধান শর্ত ছিল, বিজয়ী হলে আনোয়ার ইব্রাহিমকে কারাগার থেকে মুক্ত করবেন মাহাথির; আর দুই বছর পর তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে নিজে অবসর নেবেন।

ওই প্রতিশ্রুতির আইনগত বৈধতা দেওয়ার জন্য আনোয়ার ইব্রাহিমের পার্লামেন্টের সদস্যপদ দরকার। তাই তাকে উপনির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতে নিজ দলের একজন এমপি পদত্যাগ করেন।

শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের আনোয়ার ইব্রাহিম বলেন, পার্লামেন্টে ফিরতে পেরে তিনি খুশি। তিনি প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সংসদীয় সংস্কার প্রক্রিয়াকে সমর্থন করবেন বলে জানান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন