যুক্তরাষ্ট্রে হারিকেন মাইকেলের আঘাতে অন্তত ৩০ জন নিহত

  17-10-2018 12:00PM


পিএনএস ডেস্ক: হারিকেন মাইকেলের আঘাতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চারটি অঙ্গরাজ্যের ওপর দিয়ে শক্তিশালী হারিকেনটি বয়ে যাওয়ার সময় এসব লোকের প্রাণহানি ঘটে। মঙ্গলবার প্রকাশিত স্থানীয় নতুন হিসাব থেকে একথা জানা যায়। খবর এএফপি’র।

শেরিফ টমি ফোর্ড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ফ্লোরিডার বে কাউন্টি থেকে আরো ১২ জনের লাশ উদ্ধার হওয়ায় এ রাজ্যে হারিকেন মাইকেলের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়ালো।

ক্যাটাগরি-৪ এ রূপ নেয়া শক্তিশালী এ ঝড়ের আঘাতে জর্জিয়ায় একজন, নর্থ ক্যারোলিনায় তিনজন ও ভার্জিনিয়ায় ছয়জনের মৃত্যু হয়। ঝড়টি মূলত ঘন্টায় সর্বোচ্চ ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) বেগে ফ্লোরিডার মেক্সিকো উপসাগর উপকূল বরাবর আঘাত হানে।

হারিকেন মাইকেলের আঘাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় অনুসন্ধান অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষ আশংকা করছে।

ঝড়ের তান্ডবজনিত কারণে ফ্লোরিডায় এখনো প্রায় ১ লাখ ৩৭ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন