ক্রিমিয়ার কলেজে বোমা বিস্ফোরণ; নিহত ১৮

  18-10-2018 01:59AM

পিএনএস ডেস্ক: রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার একটি কলেজে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বুধবার সেখানকার ক্রিস টেকনিক্যাল কলেজের ক্যাফেটেরিয়ায় বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

বিবিসি ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, রাশিয়া যেখানে ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগের জন্য একটি সেতু নির্মাণ করছে, সেই কের্চ এলাকার টেকনিক্যাল কলেজে ওই বিস্ফোরণ ঘটানো হয়।

রাশিয়ার ন্যাশনাল গার্র্ডের কর্মকর্তারা এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, হতাহতদের অধিকাংশই ওই কলেজের শিক্ষার্থী।

কলেজের পরিচালক বলেন, অজ্ঞাত অস্ত্রধারী ব্যক্তি ক্যাফেটেরিয়ার ভেতরে ঢোকেন। তিনি এ হামলাকে ২০০৪ সালে বসলিনের স্কুল অবরোধের সঙ্গে তুলনা করেন। ওই অবরোধে ৩৩০ জনের মতো লোক মারা যায়।

প্রসঙ্গত, ক্রিমিয়া উপদ্বীপ ২০১৪ সাল থেকে রাশিয়ার তত্ত্বাবধানে রয়েছে। এর আগে এটি ইউক্রেনের অংশ ছিল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন