গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলা; নিহত ২

  18-10-2018 02:23AM



পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বিমান থেকে রক্তক্ষয়ী হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২ ফিলিস্তিনি নিহত হয়েছে।

আজ (১৭ অক্টোবর) গাজার তিনটি স্থানে এই বিমান হামলা চালানো হয়।

গাজার অধিবাসীরা জানিয়েছেন, ইসরাইলি বিমান থেকে আজ (বুধবার) গাজার তিনটি স্থানে হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বিমান হামলার পর উত্তেজনা বেড়ে যাওয়ায় ইসরাইল গাজার সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে।

ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, গাজা থেকে গতরাতে রকেট হামলা করার পর তারা বিমান হামলা চালিয়েছে। তারা আরও বলছে, গাজা থেকে ছোঁড়া একটি রকেট বিরশেবা শহরে আঘাত হানে এবং অন্যটি সমুদ্রে গিয়ে পড়ে। ইসরাইলের একটি হাসপাতাল সূত্র বলেছে, রকেট হামলায় আহত তিন ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়েছে।

তবে গাজার প্রতিরোধ সংগঠনগুলো যৌথ বিবৃতির মাধ্যমে ইসরাইলের এই দাবি নাকচ করে দিয়েছে। এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে ইহুদিবাদী ইসরাইল প্রায় সময় গাজা উপত্যকার ওপর বিমান হামলা চালিয়ে থাকে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন