‘মন্ত্রীসভায় যোগদানের কোনো ইচ্ছা আমার নেই’

  18-10-2018 01:00PM


পিএনএস ডেস্ক: মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক দল পিকেআরের বর্ষীয়ান রাজনৈতিক আনোয়ার ইব্রাহীম পোর্ট-ডিকসনের আইনপ্রণেতা (এমপি) হিসেবে শপথ পাঠ করেছেন। শপথ নেয়ার পর তিনি জানিয়েছেন, এই মুহূর্তে মালয়েশিয়ার মন্ত্রীসভায় যোগদানের কোনো ইচ্ছা তার নেই।

গণমাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করে আনোয়ার বলেন, ‘পার্লামেন্টারি রিফর্মের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা বাস্তাবায়ন করতে আমি সরকারকে সহায়তা করতে চাই। অতীতে আমাদের আইনসভাকে একটি ‘রাবার স্টাম্প’ আইনসভা বলা হোত।’

‘আমি পুনরায় রাজনীতিতে ফিরতে পেরে খুশী। বিভিন্ন সময়ে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। প্রায় সবসময় আমাকে কারাগারে ধরে রাখা হয়েছিল, এমনকি আপিল করার মত কোনো স্থান আমার সামনে ছিল না, কিন্তু এখন আমি অতীতের তুলনায় সঠিক অনুভব করছি।’

তিনি আরো জানিয়েছেন, তিনি চান মালয়েশিয়ার আইনসভা আরো বেশি কার্যকরী ভূমিকা রাখুক।

যদিও পোর্ট-ডিকসনের উপনির্বাচনে আনোয়ার ৪৩,৪৮৯ হাজার ভোটের মধ্যে ৩১, ০১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন কিন্তু ভোটার সংখ্যা নাটকীয় ভাবে ৮২.৮ শতাংশ থেকে কমে ৫৮.২৫ শতাংশে এসে উপনীত হয়েছে। কিন্তু আশার বিষয় হচ্ছে- মালয়েশিয়াতে অনুষ্ঠিত যে কোনো উপনির্বাচনের চাইতে এই উপনির্বাচনে ভোটার সংখ্যা আশানরুপ বেড়েছে।

আনোয়ার ইব্রাহীম এই উপনির্বাচনে জয় লাভের মাধ্যমে মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন বলে অনেকের অভিমত।

আনোয়ার বলেন, ‘আমি ড. মাহাথিরকে বলেছি, আমি পার্লামেন্টারি রিফর্মের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে চাই। তাকে(ড. মাহাথিরকে) তার কাজ করতে সুযোগ দেয়া হোক।’

৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ মালয়েশিয়ার মন্ত্রীসভায় যোগদান করবেন না বলে আগে নেয়া সিদ্ধান্তে অটল থেকে বলেন, ‘আমি আমার নতুন পদ নিয়ে খুশী।’

প্রসঙ্গত, ২০১৩ সালের সাধারণ নির্বাচনে আনোয়ার ইব্রাহীম প্রেমাটাং পায়ু রাজ্য থেকে সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছিলেন। তবে ২০১৫ সালে তাকে তার পদ ছেড়ে দিতে হয়েছিল, কারণ সমকামিতার দায়ে তার বিরুদ্ধে দেয়া কারাদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে তার করা আপিলটি খারিজ হয়ে গিয়েছিল। এর পরেই তাকে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়।

চলতি বছরের মে মাসের ১৬ তারিখে আনোয়ার এক রাজ আদেশে ক্ষমা প্রাপ্ত হন এবং কারাগার থেকে মুক্ত হন। সূত্র: চ্যানেল নিউ এশিয়া ডট কম

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন