কিকো ফুজিমরিকে মুক্তির নির্দেশ পেরু আদালতের

  19-10-2018 10:18AM

পিএনএস ডেস্ক : পেরুর একটি আদালত দেশটির বিরোধী দলীয় নেতা কিকো ফুজিমরিকে বুধবার মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। ব্রাজিলের একটি নির্মাণ প্রতিষ্ঠান ওদেব্রেচের কাছ থেকে অর্থ গ্রহণ করায় প্রসিকিউটররা ফুজিমরিকে অভিযুক্ত করার পর তাকে এক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছে। এক বিচারক একথা জানান।

প্রধান ম্যাজিস্ট্রেট ওক্টাভিও সাহুয়ানে জানান, আদালত পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমরির কন্যাসহ এ মামলায় আটক সন্দেহভাজনদের দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। কংগ্রেসের বৃহত্তম দল পপুলার ফোর্সের নেতা ৪৩ বছর বয়সী কিকো ফুজিমরিকে প্রসিকিউটরদের তদন্তের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়। —এএফপি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন