ভারতে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬০

  20-10-2018 10:24AM

পিএনএস ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ট্রেনে কাটা পড়ে ৬০ জন নিহত হয়েছে।

অমৃতসরের যোধা ফটকের কাছে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ জানায়, রেল লাইনের ধারে রাবন বধের অনুষ্ঠান চলছিল। ভিড় এতটাই বেশি ছিল যে, রেল লাইনের ওপর উঠে অনুষ্ঠান দেখতে শুরু করে অনেকে। রাবনের কুশপুতুল দাহ করার সময় বাজির শব্দে অন্য কোনো শব্দ শোনা যাচ্ছিল না। ফলে ট্রেন আসার বিষয়টি কেউ টেরই পায়নি। ওই সময় ট্রেন চলে আসায় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সংবাদ সংস্থা আইএএসএস জানিয়েছে, দুর্ঘটনার সময় সেথানে অন্তত ৩০০ মানুষ উপস্থিত ছিল। দুর্ঘটনা আহত অন্তত ৭২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব বলেন, 'দুর্ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।'

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন