তাইওয়ানে যাত্রীবাহি ট্রেন লাইনচ্যুত; নিহত ১৮

  22-10-2018 06:06AM

পিএনএস ডেস্ক: তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলে একটি যাত্রীবাহি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৮ জন নিহত ও অন্তত ১৭০ আহত হয়েছেন।

দেশটির রেল কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় রোবাবার (২১ অক্টোবর) বিকেলে ৪টা ৫০ মিনিটে রাজধানী তাইপে থেকে প্রায় ৭০ কি.মি. দূরে ইলান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছেন কর্তৃপক্ষ।

রেল কর্মকর্তারা জানান, দুর্ঘটনাকালে ট্রেনটিতে মোট ৩৬৬ জন যাত্রী ছিল। রাজধানী তাইপে থেকে পূর্বাঞ্চলীয় তাইতুং কাউন্টিতে যাবার পথে ট্রেনটির আটটি বগির সবগুলোই লাইনচ্যুত হলে হতাহতের ঘটনা ঘটে।

তারা আরও জানিয়েছেন ট্রেনটির বগির ভেতরে আটকে পড়া সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার পর তাইওয়ান রেলের উপপ্রধান লু চেই শেন এক সংবাদ সম্মেলনে জানান, ট্রেনটি মাত্র ছয় বছর আগে চালু করা হয়েছে এবং দুর্ঘটনার আগে এর অবস্থা বেশ ভালোই ছিল। সূত্র: বিবিসি

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন