খাসোগি বিষয়ে এরদোগান-ট্রাম্প ফোনালাপ

  22-10-2018 02:10PM


পিএনএস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হত্যার শিকার সৌদি বিখ্যাত সাংবাদিক জামাল খাসোগি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্টের তথ্য অফিস এক বিবৃতিতে সোমবার একথা জানিয়েছে বলে খবর দিয়েছে তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, খাসোগি হত্যাকাণ্ডের সব দিক পরিষ্কার হওয়া প্রয়োজন বলে একমত হয়েছেন এরদোগান ও ট্রাম্প।

খাসোগিকে সর্বশেষ দেখা যায় গত ২ অক্টোবর যখন তিনি ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ঢুকেন।

কয়েকদিন অস্বীকার করার পর শনিবার সৌদি আরব খাসোগিকে হত্যার বিষয়টি স্বীকার করে বলে যে, দূতাবাসের ভেতর একটি ঝগড়ার সময় তিনি মারা যান।

খাসোগির নিখোঁজ হওয়ার দিন দু’টি পৃথক বিমানে করে সৌদি কর্মকর্তাসহ ১৫ ব্যক্তি ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে আসেন বলে জানিয়েছে তুরস্কের পুলিশ সূত্র। তারা পরে তুরস্ক ত্যাগ করে।

তুরস্ক ও সৌদি আরবের যৌথ তদন্ত দল ইস্তাম্বুলে সৌদি দূতের বাসভবনসহ দূতাবাসে তদন্ত পরিচালনা সম্পন্ন করেছে বৃহস্পতিবার।

প্রেসিডেন্ট এরদোগান রোববার বলেছেন যে, তিনি খাসোগি হত্যাকাণ্ডের বিষয়ে মঙ্গলবার সংসদে তার দলের গ্রুপ মিটিংয়ে বক্তব্য রাখবেন।

সূত্রটি আরো জানিয়েছে, এ দু’নেতার টেলিফোন আলোচনায় যাজক এনড্রো ব্রুনসন, সন্ত্রাসবিরোধী যুদ্ধ এবং সিরিয়ার মানবিজ সমস্যা সমাধানে রোডম্যাপ প্রসঙ্গ ছিল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন