কাশ্মিরে হত্যাযজ্ঞ বন্ধে আন্তর্জাতিক সমাজের সহযোগিতা চান ইমরান খান

  22-10-2018 09:30PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতীয় বাহিনী কাশ্মিরে নিরপরাধ মানুষ হত্যা অব্যাহত রেখেছে। আলোচনার মাধ্যমে আঞ্চলিক সমস্যার সমাধান সম্ভব বলে তিনি জানান। ভারতীয় সেনাবাহিনীর হাতে কয়েকজন কাশ্মিরী নিহত হওয়ার পর এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন।

কাশ্মিরে চলমান সংকট সমাধানে আন্তর্জাতিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মিরী জনগণের দাবির ভিত্তিতে আলোচনার মাধ্যমে কাশ্মির সংকট সমাধান করার পথে ভারতকে এগোতে হবে। এই বাস্তবতা উপলব্ধির এখনই সময়।

ইমরান খানের টুইটের প্রতিক্রিয়ায় কাশ্মিরী নেতা মীর ওয়াইজ ওমর ফারুক বলেছেন, পাকিস্তানের এই উদ্বেগকে আমরা স্বাগত জানাই। তবে কাশ্মিরী জনগণের দুঃখ-দুর্দশা নিরসনে ইসলামাবাদকে আরও বেশি কিছু করতে হবে।

পাকিস্তানের দৈনিক লিখেছে, গতকাল (রোববার) ভারতের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন অস্ত্রধারী কাশ্মিরী নিহত হয়েছে। এছাড়া এক বিস্ফোরণে ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, ভারতীয় সেনাবাহিনী বিস্ফোরণ ঘটিয়ে তাদেরকে হত্যা করেছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন