সৌদি আরবের বিরুদ্ধে জার্মানির আহ্বান

  23-10-2018 01:28AM

পিএনএস ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। জার্মান অর্থমন্ত্রী পিটার আল্তমায়ের সোমবার এ আহ্বান জানান।

তিনি বলেন, “এ পর্যায়ে সৌদি আরবের কাছে আমরা আর কোনো অস্ত্র বিক্রি করব না, কারণ কী ঘটেছে আমরা তা জানতে চাই।” জার্মান মন্ত্রী আরো বলেন, এ পর্যন্ত সৌদি আরব যে ব্যাখ্যা দিয়েছে তা আদৌ সন্তোষজনক নয়।

এর আগে রোববার এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল বলেছিলেন, খাশোগি নিখোঁজ হওয়ার পর তার ভাগ্যে কী ঘটেছে তা পরিষ্কার না হওয়া পর্যন্ত সৌদি আরবের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ রাখবে তার সরকার।

মারকেলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আল্তমেয়ার বলেন, “যদি জার্মানি অস্ত্র বিক্রি বন্ধ করে এবং অন্য কেউ সে শূণ্যস্থান পূরণ করে তাহলে কোনো ইতিবাচক প্রভাব পড়বে না।

যখন পুরো ইউরোপ অস্ত্র বিক্রি বন্ধ করবে তখন রিয়াদের ওপর চাপ সৃষ্টি হবে। ২০১৮ সালের জন্য সৌদি আরবের কাছে জার্মানি ৪৮ কোটি ডলারের অস্ত্র বিক্রি করার অুনমোদন দিয়েছে। গত মাসে জার্মান সরকার এ অনুমোদন দেয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন