‘প্রধানমন্ত্রীত্ব ছাড়তে ড. মাহাথিরকে কোনো চাপ দিতে চাই না’

  09-11-2018 09:12AM


পিএনএস ডেস্ক: মালয়েশিয়ার প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং পিকেআরের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহীম জানিয়েছেন, প্রধানমন্ত্রীত্বের পদ ছেড়ে দিতে তিনি ড. মাহাথির মোহাম্মদের উপর কোনো চাপ প্রয়োগ করতে চান না। কারণ হিসেবে তিনি জানান, ড. মাহাথিরকে দেশ পরিচালনায় আরো সময় দেয়া উচিত।

বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে আনোয়ার ইব্রাহীম এমনটি জানান।

তিনি বলেন, ‘কখন আমি প্রধানমন্ত্রীর অফিসে বসবো? আমি মনে করি এটি তখন ঘটবে যখন আমরা দুজনেই এর জন্য তৈরি হব। ড. মাহাথির তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করার কথা বার বার পুনরাবৃত্তি করেছেন।’

‘আমি সাধারণত এ সম্পর্কিত প্রশ্নগুলো এড়িয়ে যেতে চাই, কারণ ড. মাহাথির কখন পদ ছেড়ে দিবেন এরকম চিন্তা ছাড়াই যাতে তিনি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন আমি তাকে সেই সুযোগ দিতে চাই।’

এদিকে মালয়েশিয়ার Malaysian United Indigenous Party(Bersatu) চেয়ারম্যান ড. মাহাথির বলেছেন, যদিও আমার দল চায় আমি পুরো মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করি কিন্তু আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী দুবছরের মধ্যেই পদত্যাগ করব।

অপরদিকে এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহীম মন্তব্য করেছেন, পাকতান হারপান ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতিতে কিছুটা ঘটতি দেখা দিয়েছে।

গত শুক্রবার উত্থাপিত হওয়া মালয়েশিয়ার ২০১৯ সালের বাজেটে প্রাথমিক ভাবে ২.৮ শতাংশ ঘাটতি পূরণের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, আশা করা হচ্ছে বর্তমানে তা ৩.৭ শতাংশে পৌছাতে পারে।

যদিও মালয়েশিয়ার সরকার আশা করছে যে, ২০১৯ সালে ঘাটতি পরিমাণ ৩.৪ শতাংশ কমে যাবে।

‘আমাদের এমন নীতি নেয়া দরকার যাতে করে আমরা ক্রমান্বয়ে ঘাটতি পূরণ করতে পারি। তবে নাটকীয়ভাবে ঘটতি পূরণের কোনো দরকার নেই। কারণ তাতে করে উন্নয়ন থমকে যেতে পারে যা অর্থনীতির জন্য হুমকি স্বরূপ, আর এমনটি আমরা কেউই চাই না।’

‘এই কারণেই এখন এমনভাবে ঘাটতির পরিমাণ কমাতে হবে যাতে করে উন্নয়ন থমকে না পড়ে।’- শেষে ব্যাখ্যা দিয়ে আনোয়ার ইব্রাহীম এমনটি জানান। সূত্র: মালয়েশিয়াকিনি ডট কম

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন