চীন ব্রহ্মসের থেকেও শক্তিশালী সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনলো

  11-11-2018 11:13AM


পিএনএস ডেস্ক: চীন দাবি করছে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এখন তাদের হাতে। এতোদিন ধারনা করা হত যেকোন ক্ষেত্রে নিখুঁত হামলায় পারদর্শী রুশ ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস।

এমনকি ব্রহ্মস এমন অস্ত্র যা ন্যাটো বাহিনীর হাতেও নেই। তবে, চীন দাবি করছে তাদের তৈরি এইচডি-১ নামে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ব্রহ্মসকে চ্যালেঞ্জও করতে পারে। খবর সিনহুয়া’র।

শুক্রবার, দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ঝুহাইয়ে ‘এয়ারশো চিন ২০১৮’ অনুষ্ঠানে এইচডি-১-র ফিচার প্রকাশ্যে নিয়ে এল গুয়াংডং হংডা ব্লাস্টিং নামে একটি সংস্থা। ওই সংস্থার দাবি, অক্টোবরে পরীক্ষা করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি। কমপক্ষে ২.২ থেকে ৩.৫ মাচ (সুপারসনিক গতি) গতিতে ২৯০ কিলোমিটার দূর পর্যন্ত এই চীনা ক্ষেপণাস্ত্রের আঘাত হানার সক্ষমতা রয়েছে।

ওজন প্রায় ২,২০০ কিলোগ্রাম। এইচডি-১ আকাশে সর্বোচ্চ ১৫ কিলোমিটার এবং সমুদ্রের পৃষ্ঠ ৫ থেকে ১০ মিটার পর্যন্ত বিচরণ করতে পারে। এমনকি, ৫ মিনিটের মধ্যে হামলা করতে প্রস্তুত হয়ে যায় ক্ষেপণাস্ত্রটি। তারপরের ক্ষেপণাস্ত্র আবার মাত্র ১০ সেকেন্ডে তৈরি থাকে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন