চীনের কাছ থেকে শিখবো আমরা: ইমরান খান

  11-11-2018 01:59PM

পিএনএস ডেস্ক : দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করতে চীনকে অনুসরণ করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার ( ১০ নভেম্বর) লাহোরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।

ইমরান খান বলেন, ‘চীনের কাছ থেকে শিখবো আমরা।’ এসময় তিনি বলেন, ‘গত তিন দশকে চীন ৭০০ মিলিয়ন লোকের দারিদ্র্য কমিয়েছে। যেটি সত্যি অভূতপূর্ব কৃতিত্ব। তা থেকে আমরা শিখতে চাই।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের ইতিহাসে সরকার প্রথমবারের মডেল প্যাকেজ চালু করতে যাচ্ছে। সেটা হচ্ছে দেশের দারিদ্র্য সীমা শুন্যের কোঠায় নামাতে।’

চলতি মাসে চীন সফরে করেন পাক প্রধানমন্ত্রী। উদ্দেশ্য নিজ দেশের অর্থনীতির চাকা ঊর্ধ্বমুখি করতে ও দেশের দারিদ্র্য সীমার হার কমাতে পরামর্শ ও সাহায্য পেতে।

পাকিস্তানের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যার ২৪ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। সমীক্ষায় আরো বলা হয়, দারিদ্র্য ও বেকারত্ব দেশটির প্রকট সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন