ভারতে রাস্তায় থুতু ফেললে পরিস্কার করতে হবে নিজেকেই!

  14-11-2018 02:19PM


পিএনএস ডেস্ক: শহরের রাস্তায় যদি কোনো নাগরিক থুতু ফেলে তাহলে তাকে জরিমানা গুণতে হবে। শুধু তাই নয়, ওই ব্যক্তিকেই পরিষ্কার করতে হবে সেই থুতু। সম্প্রতি এই অভিনব উদ্যোগ নিয়েছে ভারতের পুনে শহর কর্তৃপক্ষ।পুনে পৌরসভা কর্পোরেশন (পিএমসি)-এর কর্মকর্তা দীনেশ্বর মোলাক এ কথা জানিয়েছেন।

দীনেশ্বর মোলাক জানান, জরিমানা করেই থুতুর সমস্যা সমাধান যথেষ্ট নয়। কর্তৃপক্ষ এমনটা বুঝতে পারার পরই এই সিদ্ধান্ত নিয়েছে।

এই কর্মকর্তা বলেন, সবার সামনে প্রকাশ্যে রাস্তায় থুতু পরিস্কার করতে হলে অনেকেই লজ্জিত হবেন। এটা ভেবে রাস্তায় থুতু ফেলার অভ্যাস বন্ধ হতে পারে। এই ভাবনা থেকেই এমন নির্দেশিকা জারি করা হয়েছে। সূত্র: এনডিটিভি, পুনে মিরর

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন