গ্রিনল্যান্ডের বরফের নিচে প্যারিসের মতো বড় গর্ত!

  17-11-2018 04:01PM

পিএনএস ডেস্ক : গ্রিনল্যান্ডের বরফের নিচে প্যারিস কিংবা ওয়াশিংটন ডিসির আয়তনের সমান গর্ত খুঁজে পেয়েছেন নাসার বিজ্ঞানীরা। নাসা সূত্রের খবর, গর্তটির গভীরতা ১ হাজার ফুট, চওড়ায় ৩১ কিলোমিটার।

গবেষকদের অনুমান, আজ থেকে প্রায় ৩০ লাখ বছর আগে ৮০০ মিটার লম্বা কোনো উল্কাপিণ্ড পড়ার ফলেই গর্তটি হয়েছে।

২০১৫ সালে জুলাইয়ে ডেনমার্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের একদল গবেষক প্রথম এই বিশালাকার গর্ত দেখতে পান। বরফের নিচে ডুবে থাকা গ্রিনল্যান্ড দেখতে কেমন? তারই একটা মানচিত্র বানাচ্ছিল গবেষকদের ওই দলটি। তখনই হিয়াওয়াথা গ্লেসিয়ারের নিচে এই বিরাট গর্তের সন্ধান পান তারা।

পরে নাসার বিজ্ঞানীদের সঙ্গে মিলিতভাবে গবেষণা চালিয়ে এ গর্তটি খুঁজে পান তারা। তিন বছর ধরে গবেষণা চালানোর পর বুধবার জার্নাল সায়েন্স অ্যাডভান্সে আবিষ্কারটি নিয়ে প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন