ফ্রান্স সৌদি আরবের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে

  20-11-2018 11:43AM


পিএনএস ডেস্ক: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেন, তার দেশ সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার কারণে সৌদি আরবের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

‘আমরা যা জেনেছি তার উপর ভিত্তি করে শীঘ্রই আমরা সৌদি আরবের উপর অনেকগুলো নিষেধাজ্ঞা আরোপ করবো’, সোমবার ইউরোপ ওয়ান রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ এসব কথা বলেন।

সৌদি সাংবাদিক হত্যার বিস্তারিত ঘটনা প্রকাশ করার প্রতি জোর দিয়ে লা দ্রিয়াঁ বলেন, ‘অপরাধীর মুখোশ অবশ্যই উন্মোচিত হতে হবে’।

লা দ্রিয়াঁ আরো জানান, ফ্রান্স এবং জার্মানি এই বিষয়ে যৌথভাবে কাজ করছে।

জামাল খাশোগি ওয়াশিংটন পোস্ট পত্রিকার একজন সৌদি সাংবাদিক ও কলামিস্ট যিনি গত ২রা অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে নিখোঁজ রয়েছেন।

শুরুতে ‘খাশোগি কনস্যুলেট থেকে জীবিত বের হয়ে গেছে’ বলে দাবী করলেও কয়েক সপ্তাহের ব্যবধানে তার কনস্যুলেটের ভিতরে নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি আরব ।

খাশোগির দেহ এখনো তার পরিবারের কাছে ফেরত দেয়া হয় নি। তার দেহকে রাসায়নিকভাবে নষ্ট করে দেয়া হয়েছে বলে বিভিন্ন খবরে বেরিয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন