যুবরাজ জানলেও সৌদির পাশে থাকবে আমেরিকা

  21-11-2018 07:48PM

পিএনএস ডেস্ক : প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনা সম্পর্কে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যদি জেনেও থাকেন তাহলেও আমেরিকা শক্তভাবে রিয়াদের পাশে থাকবে।

হোয়াইট হাউজ থেকে দেয়া এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেছেন। এর মাধ্যমে তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির চুক্তি বাতিল করবে না ওয়াশিংটন। ট্রাম্প দাবি করেন, “আমরা যদি বোকার মতো এই চুক্তি বাতিল করি তাহলে রাশিয়া ও চীন সেই সুযোগ নেবে।”

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, মার্কিন গোয়েন্দারা এখনো খাশোগি হত্যাকাণ্ডের তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে দেখছে যে, ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে কীভাবে হত্যা করা হয়েছে এবং কে এই পরিকল্পনা করেছিল।

গত ২ অক্টোবর জামাল খাশাগিকে হত্যা করে সৌদি আরব। প্রথম দিকে সৌদি সরকার হত্যাকাণ্ডের কথা অস্বীকার করলেও পরে স্বীকার করেছে যে, খাশোগিকে হত্যার পর টুকরো টুকরো করা হয়েছে। তবে দেশটি এখনো পরিষ্কার করে নি, এই হত্যাকাণ্ডের পেছনে কার নির্দেশ ছিল।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন