হুয়াওয়ের নির্বাহী কানাডায় গ্রেপ্তার

  06-12-2018 12:46PM


পিএনএস ডেস্ক: চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তাকে (সিএফও) গ্রেপ্তার করেছে কানাডা। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম মেং ওয়াংজু। যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

মেং ওয়াংজু বর্তমানে হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা ও ডেপুটি চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন।ওয়াংজুকে ১ ডিসেম্বর ভ্যানকুভার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে কানাডায় চীনা দূতাবাসের পক্ষ থেকে এই গ্রেপ্তারের প্রতিবাদ জানানোর পাশাপাশি মেং ওয়াংজুর মুক্তি চাওয়া হয়েছে।

কানাডার কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রের অনুরোধে ওয়াংজুকে গ্রেপ্তার করা হয়েছে।সূত্র : বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন