‘ইসরাইলের ১ ইঞ্চি ভূমিও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের বাইরে নেই’

  10-12-2018 07:27AM

পিএনএস ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরাইলের এক ইঞ্চি ভূমিও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতার বাইরে নেই।

আজ (০৯ ডিসেম্বর) রোববার তেহরান থেকে প্রকাশিত আল-ওয়েফাক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এইকথা বলেন।

হিজবুল্লাহর উপ-মহাসচিব বলেন, অবৈধ রাষ্ট্র ইসরাইলের এমন কোনো জায়গা নেই যেখানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারে না।

সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল লেবানন সীমান্তে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে এবং ইসরাইলের এক মন্ত্রী হিজবুল্লাহর টানেল ধ্বংসের নামে লেবাননের ভেতরে অভিযান চালানোর হুমকি দিয়েছেন।

তবে ইসরাইল এই ধরনের অভিযান চালাতে গেলে তেল আবিবের সঙ্গে হিজবুল্লাহর বড় রকমের যুদ্ধ শুরু হতে পারে। হিজবুল্লাহ সতর্ক করে বলেছে, কোনো ধরনের আগ্রাসন চালালে তেল আবিবকে অনুশোচনা করতে হবে।

শেখ নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধলে যে উঁচু মাত্রার ঝুঁকি রয়েছে তা মোকাবেলা করার সাহস ইসরাইলের নেই। ফলে তারা হিজবুল্লাহর সঙ্গে কোনো যুদ্ধে জড়াবে না।

তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ এমন অস্ত্র তৈরি করেছে যার কারণে ইসরাইল ২০০৬ সালের পর থেকে লেবাননের সঙ্গে আর কোনো যুদ্ধে জড়াতে চায় না।

ইহুদিবাদী ইসরাইল নিজেও একথা স্বীকার করেছে বলে মন্তব্য করেন শেখ নাঈম কাসেম।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন