‘দেশের ভালোর জন্য যা দরকার তাই করব’

  13-12-2018 10:50AM


পিএনএস ডেস্ক: কানাডায় চীনের বৃহৎ টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝৌর গ্রেফতার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের ভালোর জন্য যা কিছু করা দরকার তাই করব।

এ ব্যাপারে মঙ্গলবার ট্রাম্প বলেন, 'চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশের জাতীয় নিরাপত্তার জন্য যা করা দরকার আমি করব।'

অন্যদিকে বুধবার চীন এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডা তাদের বিচার ব্যবস্থার অপব্যবহার করছে। বাণিজ্যিক সুবিধা পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের উচিৎ হবে না এমনটা করা।

উল্লেখ্য, হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইর মেয়ে মেং গত ১ ডিসেম্বর ভ্যাঙ্কুবারে গ্রেফতার হন। মেং হুয়াওয়ের সহযোগী প্রতিষ্ঠান স্কাইকমকে ব্যবহার করে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা ভেঙেছেন বলে অভিযোগ ওয়াশিংটনের। সূত্র: রয়টার্স

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন