‘যুবরাজ সালমানের ঘনিষ্ঠরাই খাশোগি হত্যাকাণ্ড ঘটায়’

  16-12-2018 06:18AM

পিএনএস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান আবারও সৌদি সাংবাদিক জামাল খাশোগি'র হত্যার প্রধান হোতাদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৪ ডিসেম্বর)) ইস্তাম্বুলে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি'র সদস্য দেশগুলোর বিচার ব্যবস্থা বিষয়ক সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এই আহ্বান জানান।

এরদোগান বলেন, হত্যাকাণ্ডের যে অডিও ক্লিপ রয়েছে তা থেকে এটা স্পষ্ট সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তিরা সক্রিয়ভাবে এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, সৌদি আরব থেকে যে ১৫ জনকে তুরস্কে পাঠানো হয়েছিল তারা এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে। কিন্তু তুরস্কে সফরে এসে সৌদি অ্যাটর্নি জেনারেল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে এক বিন্দু তথ্যও আঙ্কারাকে দেয় নি।

সৌদি সাংবাদিক খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নৃশংসভাবে নিহত হন। একটি সৌদি ঘাতক দল তাকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে ফেলে। সৌদি যুবরাজের বিভিন্ন নীতি ও পদক্ষেপের সমালোচনা করে পত্রিকায় নিয়মিত লিখতেন জামাল খাশোগি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন