যুক্তরাষ্ট্রে অচলাবস্থা : অতীতের সব রেকর্ড ছাড়াল

  12-01-2019 01:40PM


পিএনএস ডেস্ক: যুক্তরাষ্ট্রে চলমান আংশিক অচলাবস্থা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মানে তহবিল বরাদ্দ নিয়ে দেশটির সরকারে এ অচলাবস্থা চলছে।

গত ২১ ডিসেম্বর মধ্যরাতের পর থেকে এ অচলাবস্থা শুরু হয়েছে। আজ শনিবার এই অচলাবস্থার ২২তম দিন চলছে।

এর আগে, যুক্তরাষ্ট্রে ১৯৯৫-৯৬ সালে এ ধরনের অচলাবস্থা বিদ্যমান ছিল ২১ দিন। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের শাসনামলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য দাবিকৃত ৫৭০ কোটি মার্কিন ডলার বরাদ্দ ছাড়া অর্থবাজেটে সই করবেন না তিনি।

ডেমোক্রেট নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেনটেটিভ-এর নেতারা ‘জনগণের করের টাকায়’ ট্রাম্পকে তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে না দেয়ার বিষয়ে সিদ্ধান্তে অটল রয়েছে।

এদিকে, চলমান এ অচলাবস্থার কারণে দেশটির প্রায় ৮ লাখ কর্মী বেতন পাচ্ছেন না। সূত্র : বিবিসি

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন