ইরান ও আজারবাইজানের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি সই

  17-01-2019 05:49PM

পিএনএস ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান ও প্রতিবেশী আজারবাইজানের মধ্যে সামারিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই হয়েছে।

আজারবাইজানের রাজধানী বাকুতে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি ও আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল জাকির হাসানভ গতকাল (বুধবার) এ চুক্তিতে সই করেন।

চুক্তি সইয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জেনারেল বাকেরি বলেন, এর মাধ্যমে দুপক্ষ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পথ খুঁজে পেল। তিনি বলেন, ইরান সবসময় আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতাকে সমর্থন করে এবং দু দেশের মধ্যে সামরিক প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি সামরিক অভিজ্ঞতা বিনিময়কেও বিশেষ গুরুত্ব দেয় তেহরান।

জেনারেল হাসানভ ইরানি সেনাপ্রধানের সফরকে স্বাগত জানিয়ে বলেন, দুপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। তিনি জোরালো আস্থা প্রকাশ করে বলেন, এই সফর ইরান ও আজারবাইজানের মধ্যকার সামরিক সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে। জেনারেল বাকেরির সফরের সময় ইরান-আজারবাইজান যৌথ প্রতিরক্ষা কমিশনের কার্যক্রম পর্যালোচনা করে দেখার সুযোগ দিয়েছে বলেও লেফটেন্যান্ট হাসানভ জানান।

উঁচু পর্যায়ের একটি সামরিক দল নিয়ে বুধবার জেনারেল বাকেরি দুদিনের সফরে বাকু পৌঁছান। এরইমধ্যে তিনি আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং জাতীয় সংসদের স্পিকার ওকতাই আসাদভের সঙ্গে বৈঠক করেছেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন