‘বাইতুল মুকাদ্দাসসহ পবিত্র শহরগুলো রক্ষা আমাদের দায়িত্ব’

  21-01-2019 07:23AM



পিএনএস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, মক্কা-মদিনাসহ ইসলামী সভ্যতার প্রতীক অন্যান্য নগরীগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মধ্য এশিয়া থেকে সুদানের সাওয়াকিন দ্বীপ পর্যন্ত-সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা পূর্বসূরিদের রেখে যাওয়া সম্পত্তিতে আমাদের ব্যাপক আগ্রহ রয়েছে। এজন্যই বাইতুল মুকাদ্দাসসহ পবিত্র শহরগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব।

ক্ষমতাসীন একে পার্টির এক অনুষ্ঠানে শনিবার (১৯ জানুয়ারি) তুরস্কের রাজধানী আঙ্কারায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সামরিক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, মধ্য এশিয়া, ইউরোপসহ যেখানেই হোক না কেনো বিশ্ব মানচিত্রের প্রতিটি অঞ্চলে পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তিতে তুর্কিদের পূর্ণ আগ্রহ রয়েছে। এজন্যই আমরা পবিত্র নগরী জেরুজালেমকে রক্ষা করতে দৃঢ় সংকল্পবদ্ধ।

উল্লেখ্য, প্রেসিডেন্ট এরদোগান ২০১৭ সালে সুদান সফর করেন-এসময় তিনি লোহিতসাগরের পশ্চিম উপকূলীয় পূর্ব-সুদানের সাওয়াকিন দ্বীপে যান এবং এই ঐতিহাসিক দ্বীপটি পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন