ইসরাইলের সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত; দাবি সিরিয়ার

  22-01-2019 02:56AM



পিএনএস ডেস্ক: পরপর ইসরাইলের করা কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার সবগুলোই ভূপাতিত করার দাবি করছে সিরিয়া সেনারা। গণমাধ্যমে তারা এ দাবি জানায়।

সিরিয়ার একটি সামরিক সূত্র বলছে, আমাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরাইলের একটি আগ্রাসন নস্যাৎ করে দিয়েছে। খবর সানা ও আলজাজিরার।

দামেস্ক বিমানবন্দরের কাছে সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইলের সাতটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বিমানবন্দরেরও কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনার কিছুক্ষণ পরই ইসরাইলি বাহিনী দাবি করেছে, তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দিয়ে একটি রকেট ভূপাতিত করা হয়েছে। রকেটটি অধিকৃত গোলানের উত্তর অংশ লক্ষ্য করে ছোড়া হয় বলে ইসরাইল দাবি করেছে। তবে কোথা থেকে রকেটটি ছোড়া হয়েছে তা সামরিক বিবৃতিতে পরিষ্কার করা হয়নি।


ইসরাইল গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই সিরিয়ার ওপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সিরিয়া যে উগ্র সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে, সে লড়াই বানচাল করার জন্য ইসরাইল এসব হামলা চালিয়ে আসছে।

সিরিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে উগ্র সন্ত্রাসীদের অর্থ, অস্ত্র ও সামরিক সহযোগিতা দিচ্ছে ইসরাইল।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন