খাশোগি হত্যাকাণ্ড : আন্তর্জাতিক তদন্ত করবে তুরস্ক

  23-01-2019 01:47PM


পিএনএস ডেস্ক: গত অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে নির্মমভাবে খুন হন সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। এই সাংবাদিকের হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক তদন্ত শুরু করার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু এ কথা জানিয়েছেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বরাতে এ তথ্য জানা গেছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, খাশোগির হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো। গোপন চুক্তি ও লেনদেনের মাধ্যমে খাশোগি হত্যাকাণ্ডকে বিশ্ব জনমতের দৃষ্টি থেকে আড়াল করা হয়েছে।

তিনি বলেন, আমরা বিষয়টিকে সহজে ছাড়বো না। এ হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক তদন্ত চালাবে তুরস্ক। সূত্র : হার্টজ নিউজ, আল-জাজিরা

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন