১১০ বছর পর কালো চিতাবাঘের সন্ধান!

  15-02-2019 12:36PM

পিএনএস ডেস্ক : সম্প্রতি আফ্রিকার ঘন জঙ্গলে দেখা মিলেছে বিরল প্রজাতির কালো চিতাবাঘের। হারিয়ে যেতে বসা এই প্রজাতির চিতাবাঘটি ক্যামেরাবন্দি করেছেন যুক্তরাজ্যের আলোকচিত্রী উইল বুরার্ড-লুকাস।

তিনি এর সন্ধান পেয়েছেন কেনিয়ার লাইকিপিয়া জঙ্গলে বলে জানিয়েছেন।

আজ থেকে প্রায় ১১০ বছর আগে শেষবারের মতো এই প্রজাতির চিতাবাঘ দেখা গিয়েছিলো। এই ধরনের চিতাবাঘের সংখ্যা যে কমে গেছে তাতে সন্দেহ নেই। তবে এরা যে সম্পূর্ণ বিলুপ্ত হয়নি তা এ থেকে প্রমানিত হলো।

বিজ্ঞানীরা মনে করেন, জিনের মিউটেশনে অতিরিক্ত পিগমেন্ট তৈরি হওয়ার কারণেই চিতাবাঘের রং অমন কুচকুচে কালো হয়ে যায়। উল্লেখ্য, এই বাঘের সর্বশেষ দেখা মেলে ১৯০৯ সালে, ইথিওপিয়ায়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন