ক্ষেপণাস্ত্র দিয়ে তৈরি বাড়িতে সুখী সংসার পেতেছেন যিনি!

  15-02-2019 12:40PM


পিএনএস ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কয়জলাবাদ গ্রামে ক্ষেপণাস্ত্র দিয়ে বাড়ি তৈরি করে সেখানে বসবাস করছেন ইজাতুল্লাহ নামে এক ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, স্ত্রী ও ছেলে-মেয়েদের নিয়ে ক্ষেপণাস্ত্রের তৈরি বাড়িতে সুখী সংসার পেতেছেন তিনি।

ইজাতুল্লাহ জানিয়েছেন, বাড়ির ছাদের বিমের জন্য ব্যবহৃত রকেটগুলি আদতে আশির দশকে আফগানিস্তানে আমদানি করেছিল রাশিয়ার সেনাবাহিনী। পরবর্তীকালে রুশ সেনা বিদায় নিলে অভাবের কবলে পড়ে আফগানিস্তানবাসী। বাড়ি তৈরির জন্য আর্থিক সামর্থ্য ছিল না অনেকেরই। সেই কারণে রাশিয়ার পরিত্যক্ত সেনাঘাঁটিতে মজুত অস্ত্রশস্ত্র সেই কাজে লাগানো হয়। ফেলে যাওয়া অস্ত্র দিয়েই চলে বাড়ি তৈরির কাজ।

রকেট আর ক্ষেপণাস্ত্রের তৈরি ঘরে বসবাস করলেও নিরাপত্তা সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল ছিলেন না বাসিন্দারা। পরে এক বিদেশী পর্যটকের ক্ষেপণাস্ত্রের নজরে বিষয়টি এলে তিনি প্রশাসনকে বিস্তারিত জানান। গ্রামে বিস্ফোরক ধ্বংসের যন্ত্রও পাঠানো হয়। বাসিন্দাদের সচেতন করার পরে বাড়ি থেকে প্রায় ৪০০ রকেট সরিয়ে ফেলা হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন