পাকিস্তানে তালেবান ও সৌদি যুবরাজের বৈঠক!

  17-02-2019 12:25PM


পিএনএস ডেস্ক: কড়া নিরাপত্তার মধ্যে পাকিস্তান সফর শুরু করছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ নিব সালমান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে ক্রাউন প্রিন্স দেশটিতে সফর করছেন। রবিবার যুবরাজের পাকিস্তান সফর শুরু হবে।

জানা গেছে, সোমবার আফগান তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন সৌদি যুবরাজ মোহাম্মদ সালমান। ১৭ বছরের আফগান যুদ্ধের ইতি টানতে মধ্যস্থতার অংশ হিসেবে তিনি এ বৈঠক করবেন।

পাকিস্তানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুবরাজ সম্ভবত রাজধানী ইসলামাবাদে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বসবেন। এছাড়াও তারা মার্কিন প্রতিনিধি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও আলোচনা করবেন।

কর্মকর্তারা বলেন, যদিও বিষয়টি এখনো খুবই গোপনীয়। তবে আগামী ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সফরকালে তালেবানের সঙ্গে বসবেন সৌদি যুবরাজ।

কাতারে তালেবানের এক জ্যেষ্ঠ নেতা বলেন, যুবরাজের সঙ্গে তাদের প্রতিনিধিরা বসবেন কিনা- এখনো সেই সিদ্ধান্ত নেয়া হয়নি। সত্যিকার অর্থে তার সঙ্গে বসার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু যখন আমরা ইসলামাবাদে থাকবো, তখন এ বিষয়ে আলোচনা করতে পারি।

ইসলামাবাদের সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন