কর্মীদের অতিরিক্ত সময় কাজ করার প্রবণতা রুখতে মরিয়া জাপান

  18-02-2019 03:00PM

পিএনএস ডেস্ক : জাপানিদের দীর্ঘকালের অভ্যাস দীর্ঘ সময় ধরে কাজ করার। আর এই কারণে খুব শীঘ্রই দেখা যাবে জাপানের অফিস গুলোতে টহল দিচ্ছে ড্রোন। তবে কর্মীদের কাজের তদারকি করার জন্য নয়। এবার যাতে সঠিক সময়ের মধ্যে কাজ শেষ করে বাড়ির পথ ধরেন কর্মীরা, তা নিশ্চিত করবার জন্যই এই ড্রোন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মাধ্যমে জানা যাবে কে অত্যধিক সময় ধরে অফিসে আছেন। এমনকি, অতিরিক্ত সময় কাজ করা থেকে জাপানিদের আটকাতে আনা হয়েছে নতুন বিলও। এই বিলে বলা হয়েছে যে, সারা মাসে ১০০ ঘন্টার বেশি কাজ করা যাবে না।

সাম্প্রতিক কিছু রিপোর্টে বলা হয়েছে যে, জাপানের কর্মীরা অতিরিক্ত কাজের চাপ নিয়ে নিজেদের মৃত্যু প্রবণতাও বাড়িয়ে তুলছেন। এবার সেই প্রবণতা আটকানোর জন্যই নিত্য-নতুন পন্থা নিচ্ছে সংস্থাগুলো। সাহায্য নেওয়া হচ্ছে প্রযুক্তিরও। দশকের পর দশক ধরে চলে আসা কর্মসংস্কৃতি এবার প্রযুক্তির সাহায্যেই পরিবর্তন করতে মরিয়া জাপান।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন