কাশ্মীর হামলায় ভারতের পাশে আর্জেন্টিনা

  19-02-2019 11:05AM


পিএনএস ডেস্ক: কাশ্মীরে আত্মঘাতী হামলায় ৪৯ জন সিআরপি'র মৃত্যুতে স্তব্ধ পুরো ভারত। নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। তারই জের ধরে পুলওয়ামায় হামলার প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ ইস্যুতে বিশেষ যৌথ ঘোষণপত্র ভারত ও আর্জেন্টিনার। জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসবাদী সংগঠনগুলোর মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার সিদ্ধান্ত নিয়েছে এই দু'দেশ।

পুলওয়ামা হামলায় জড়িত জইশ-ই-মহম্মদকে বহু আগেই সন্ত্ৰাসবাদী গোষ্ঠীর তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। পরোক্ষেভাবে পাকিস্তানকে বার্তা দিতেই ভারত-আর্জেন্টিনা বিশেষ যৌথ ঘোষণাপত্র বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের।

আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ইস্যুতে জাতিসংঘের কমপ্রিহেনসিভ কনভেনশনের পাশে দাঁড়িতে সহমত হয়েছে দু'দেশ। এর ফলে বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবেলায় আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে তারা। একইসঙ্গে, সন্ত্রসবাদের কোন যুক্তিযুক্ত কারণ থাকতে পারে না বলেও ভারত এবং আর্জেন্টিনা একযোগে জানিয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন