আসামে বিষাক্ত মদপানে প্রাণহানি বেড়ে ৬৬

  23-02-2019 03:05PM

পিএনএস ডেস্ক : ভারতের আসামে বিষাক্ত মদপানে একটি চা বাগানের অন্তত ৬৬ শ্রমিকের প্রাণহানি হয়েছে।

বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর ওই ব্যক্তিরা মদপান করে অসুস্থ হয়ে পড়েন বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এনডিটিভি জানায়, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার সকালে নিহতের সংখ্যা ৪১ বলে জানায়। পরে এ সংখ্যা বেড়ে ৬৬ জনে গিয়ে দাঁড়ায়।

বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে অন্তত ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছ। তাদের মধ্যে ২০ জনের অবস্থা আশাঙ্কাজনক।

আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরের এ ঘটনায় নিহতদের মধ্যে অন্তত ৯জন নারী রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে আসামের বিদ্যুৎমন্ত্রী তপন গগই বলেন, বিষাক্ত মদ পানে ওই ব্যক্তিরা মারা গেছে।

দেশটির উত্তরাঞ্চলে বিষাক্ত মদপানে শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে আসামে আবার এই প্রাণহানির ঘটনা ঘটলো।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন