ইয়েমেনিদের হামলায় সৌদি-সুদানের ৩৭ সেনা নিহত

  19-03-2019 02:27AM

পিএনএস ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাদের হামলায় সৌদি আরব ও সুদানের ৩৭ সেনা নিহত হয়েছে।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে দু’টি আলাদা অভিযানে এইসব সেনা নিহত হয়। ইয়েমেনের ওপর সৌদি জোটের আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা এইসব অভিযান চালায়।

১৭ মার্চ রোববার ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, সৌদি আরবের জিজান ও নাজরান প্রদেশের সীমান্তে অন্তত ১১ সৌদি সেনা ও সুদানের ২৬ সেনা নিহত হয়েছে। ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরা এই খবর দিয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়েমেনের সেনারা জিজান ও নাজরান সীমান্তে সৌদি এবং সুদানের সেনাদের অবস্থানে একের পর এক হামলা চালায়।

এছাড়া, বন্দরনগরী হুদাইদার কয়েকটি অংশে এবং রুবাইয়া প্রদেশে সৌদি আরব হামলা চালালে ইয়েমেনের সেনা ও হুথি যোদ্ধারা তা প্রতিহত করে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ দারিদ্রপীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে।

এছাড়া, আমেরিকা ও ব্রিটেনসহ কয়েকটি পশ্চিমা দেশ সৌদি আরবকে অস্ত্র দিয়ে আগ্রাসন অব্যাহত রাখার ব্যবস্থা করেছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন