ভারত ইস্যুতে পাকিস্তানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

  21-03-2019 07:28PM

পিএনএস ডেস্ক : পাকিস্তানকে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে আবারো জঙ্গি হামলার বিষয়ে পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আহবান জানানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এ ধরনের বিবৃতি দিয়েছেন মার্কিন এক কর্মকর্তা।

বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, ভারতে আর কোনো হামলা হলে পাকিস্তানের মারাত্মক পরিণতি বহন করতে হবে।

তবে পাকিস্তানকে কী ধরনের পরিণতি ভোগ করতে হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করেননি তিনি।

তিনি বলেন, আমরা দেখতে চাই যে, পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে।

তিনি হঁশিয়ারি দিয়ে বলেন, ভারতে আর কোনো হামলা হলে এবং পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তার ফল খুব খারাপ হতে পারে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন