মোদিকে 'মিথ্যাবাদী' বলে অভিযোগ রাহুলের

  23-03-2019 07:07PM

পিএনএস ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মিথ্যাবাদী’ বলে অভিযোগ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার অভিমত মোদি হলেন নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়াদের মতো দুর্নীতি ও পলাতক ব্যবসায়ীদের চৌকিদার।

শনিবার পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচলে এক জনসভা থেকে কেন্দ্রের সরকারকে তোপ দেগে রাহুল বলেন ‘এবারের নির্বাচন হবে কংগ্রেসের সাথে বিজেপি-আরএসএস’এর মতাদর্শগত লড়াই। একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি-আরএসএস-নরেন্দ্র মোদি। আমরা দেশকে জোড়ার করার কাজ করি, সব ধর্মের মানুষকে একত্রিত করার করার চেষ্টা করি। কিন্তু বিজেপি-আরএসএস যেখানেই যায়, সেখানে ঘৃণার বাতাবরণ তৈরি করে, এক ধর্মের সাথে অন্য ধর্মের মানুষের মধ্যে সংঘর্ষ লাগানোর চেষ্টা করে, এক ভাষার সাথে অন্য ভাষার মধ্যে লড়াই লাগায়।’

রাহুলের অভিযোগ ‘মোদি যেখানেই যান-তার ভাষনে মিথ্যা কথা বলেন। তিনি বলেছেন এক বছরে দুই কোটি যুবকের কর্মসংস্থান হবে, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ রুপি দেওয়া হবে, কৃষকদের দিন বদলে দেবেন-কিন্তু কিছুই হয়নি।’

চৌকিদার ইস্যুতে মোদিকে খোঁচা দিয়ে রাহুল জানান, ‘আমাদের প্রধানমন্ত্রী বলেছেন তিনি দেশের চৌকিদার। কিন্তু গরিবরা কখনও চৌকিদার রাখে না। তিনি ধনীদের চৌকিদার। নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়াদের চৌকিদারি করেছেন। রাফাল দুর্নীতির মধ্যে দিয়ে তিনি অনিল আম্বানীর পকেটে ৩০ হাজার কোটি রুপি পাইয়ে দিয়েছেন।’

এদিনের সভা থেকে মোদির পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারকেও নিশানা করেন কংগ্রেস সভাপতি। রাহুল বলেন ‘পশ্চিমবঙ্গের অবস্থা আপনাদের থেকে আরও কেউ ভাল জানে না। বিগত বামফ্রন্ট সরকারকে সরিয়ে এরাজ্যে তৃণমূলকে ক্ষমতায় আনা হয়েছিল। কিন্তু গত কয়েক বছরে কতটা উন্নয়ন হয়েছে সকলেই জানেন। যে অত্যাচার বামেদের সময়ে হতো, এখন মমতাদির শাসনকালেও একই ঘটনা ঘটছে। এখানে যুবকদের কর্মসংস্থান হয়নি, কৃষকদের উন্নয়ন হয়নি। একদিকে কেন্দ্রে মোদি মিথ্যা কথা বলছেন, আর এরাজ্যে তৃণমূল সরকার মিথ্যা বলছে।’

রাহুলের অভিমত যতদিন এরাজ্যে কংগ্রেস সরকারে না আসবে ততদিন এরাজ্যের কোন প্রগতি হবে না। মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির উদ্যেশ্যে তিনি বলেন ‘এখানে একজন ব্যক্তি(মমতা) পুরো রাজ্য চালান। তিনি কারও সাথে আলোচনা করেন না, কাউকে কিছু জিজ্ঞাসাও করেন না। ওনার মনে যা আসে তাই করেন। এটাই কি হওয়া উচিত? কংগ্রেস কর্মীদের দাবিয়ে রাখা হচ্ছে, তাদের ওপর হামলা হচ্ছে, এমনকি আমাদের দলের কর্মীরা নিহতও হচ্ছেন। আর উনি দিনভর খালি ভাষন দিয়ে যান।
কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রাহুল বলেন কেন্দ্রে ক্ষমতায় আসলেই তারা দেশ থেকে জিএসটি বাতিল করা হবে। গোটা দেশেই সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল নির্মাণ করা হবে। দেশের গরিব মানুষদের ব্যাঙ্কে সরাসরি রুপি দেওয়া হবে।

এদিন, মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে এদিন সভা করেন রাহুল। নির্বাচনের তফসিল ঘোষনার পশ্চিমবঙ্গের মাটিতে আনুষ্ঠানিক ভাবে এটাই প্রথম প্রচারণা রাহুলের। মালদহের আগে বিহারের পূর্ণিয়ায় একটি জনসভায় উপস্থিত ছিলেন রাহুল।

এদিন, রাহুলের সভাকে কেন্দ্র করে চাঁচলের জনসভায় ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। সভা শুরুর ঠিক আগে মে র সামনে ভিআইপি-দের জন্য নির্ধারিত জায়গায় ব্যারিকেড ভেঙে অসংখ্য মানুষ ঢুকে পড়ায় গন্ডগোল শুরু হয়। উত্তেজিত জনতা চেয়ার ছুঁড়তে থাকে। যদিও পুলিশ এবং কংগ্রেসের স্বেচ্ছাসেবীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন