ব্রিটেনে মসজিদে হামলায় আটক ২

  24-03-2019 07:16AM



পিএনএস ডেস্ক: ব্রিটেনের বার্মিংহামে পাঁচটি মসজিদে হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দেশটির পুলিশের বরাতে বার্তা এএফপি এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলেছে, ৩৪ বছর বয়সী এক ব্যক্তি নিজেকে থানায় সোপর্দ করেছেন। এছাড়াও ৩৮ বছর বয়সী এক যুবককে সম্প্রদায়ের সদস্যরা আটক করেছেন।

সহকারী প্রধান কনস্টেবল ম্যাট ওয়াড বলেন, আমাদের তদন্তে এটা উল্লেখযোগ্য অগ্রগতি। তবে হামলার উদ্দেশ্য নিয়ে জানতে তদন্ত অব্যাহত থাকবে।

‘যারা আমাদের মধ্যে বিরোধ তৈরি করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে এটা এক অবিশ্বাস্য ঐক্য,’ বললেন ম্যাট ওয়াড।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এক ব্যক্তিকে রাতে হাতুড়ি দিয়ে দুটি মসজিদের জানালা ভাঙতে দেখেছেন তারা। সেই রাতে আরও তিনটি মসজিদের জানালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

২০১১ সালের আদমশুমারিতে বার্মিংহামের ২২ শতাংশ নাগরিক নিজেদের মুসলমান হিসেবে দাবি করেছেন।

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন