পুতিনের দিকে ঝুঁকছেন কিম, চিন্তিত ট্রাম্প!

  24-03-2019 08:24AM


পিএনএস ডেস্ক: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবার রাশিয়া সফরে যাবেন। ভিয়েতনামের হ্যানয়তে কিম-ট্রাম্প বৈঠক সেই অর্থে সাফল্য পায়নি। তারপরই উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক পুতিনের দেশে যাবেন।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর কোরিয়ো মিশনের এক প্রাক্তন কর্মকর্তা এমনটিই দাবি করেছেন। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকাকে চাপে রাখতেই কিমের এই রাশিয়া যাত্রা। গত বছর অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে উত্তর কোরিয়া নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত কোনও পদক্ষেপই গ্রহণ করেনি। উল্টা তারা নানান দাবি জানাচ্ছে। এরপরই চলতি বছরে হয় হ্যানয় বৈঠক। যা ফলপ্রসূ নয় বলে দাবি করেন অমেরিকার প্রেসিডেন্ট। বিশ্ব রাজনীতির সমীকরণেই তাই মনে করা হচ্ছে ট্রাম্প প্রশাসনকে সতর্ক বার্তা দিতেই কিমের এই রাশিয়া সফর। তবে কবে এই বৈঠক হবে তা জানা যায়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন