ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প

  24-03-2019 03:22PM


পিএনএস ডেস্ক: মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুকু প্রদেশে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার দেশটির উপকূলীয় শহর টেরনেট থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূকম্পনের উৎপত্তি হয়েছে। এর গভীরতা ছিল ৩৭ কিলোমিটার।

এ ব্যাপারে ইন্দোনেশিয়ার আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ‘রিং অব ফায়ার’ এ অবস্থানের কারণে প্রায়ই ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। সর্বশেষ ২০১৮ সালের সেপ্টেম্বরে দেশটিতে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে প্রায় দুই হাজার ২০০ জনের প্রাণহানি হয়েছিলো। সেসময় নিখোঁজ ছিলো প্রায় এক হাজার মানুষ।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন