পরমাণু বোমার চেয়ে ১০ গুণ শক্তিশালী উল্কার আঘাত

  25-03-2019 03:32PM

পিএনএস ডেস্ক : মার্কিন মহাকাশ সংস্থা (নাসা) অদেখা শক্তিশালী উল্কার উপগ্রহচিত্র প্রকাশ করল। গত শুক্রবার নাসা ওই ছবি প্রকাশ করলেও উল্কাপাত হয়েছিল গত বছরের ১৮ ডিসেম্বর রাশিয়ার বেরিং সমুদ্রের উপর। উল্কার বিস্ফোরণে নির্গত হয়েছিল ১৭০ কিলোটন শক্তি যা হিরোশিমায় ফেলা পরমাণু বোমার থেকে ১০ গুণ বেশি শক্তিশালী।

উল্কাপাতের পর আবহাওয়া মন্ডলে আগুনের স্ফুলিঙ্গ মিশে যাওয়ার মুহূর্তে নাসার উপগ্রহ টেরা ওই ছবিগুলি তুলেছিল।ছবিতে মেঘের উপর উল্কার লেজের ছায়া দেখা যাচ্ছে। সেই সময় সূর্য দিগন্তের কাছাকাছি থাকায় উল্কার লেজের ছায়া আরও লম্বাটে দেখাচ্ছে।

উল্কাপাতের উত্তাপে মেঘের রঙও কমলা হয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে নাসার অনুমান, গ্রিনউইচ মিন টাইম অনুযায়ী রাত ১১.‌৪৮ মিনিটে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর উল্কাপাত হয়। নাসা জানিয়েছে, ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিঙ্কস্‌ শহরের হওয়া উল্কাপাতের পর এটাই পৃথিবীর আবহাওয়া মন্ডলে হওয়া সব থেকে জোরাল উল্কা বিস্ফোরণ।

চেলিয়াবিঙ্কসর ওই বিস্ফোরণে ৪৪০ কিলোটন শক্তি উৎপন্ন হয়েছিল। উল্কাপাতের ফলে এলাকার বাড়িঘরের জানলার শার্সি ভেঙে কাচের টুকরো ছিটকে জখম হয়েছিলেন ১৫০০ মানুষ। তবে এবার সমুদ্রের উপর উল্কাপাত হওয়ায় কেউ হতাহত হননি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন