গুজব ছড়ানো মামলায় নওশাবার বিরুদ্ধে প্রতিবেদন ২৮ মে

  17-04-2019 12:47PM


পিএনএস ডেস্ক: ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আজ বুধবার নির্ধারিত ছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

নওশাবার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ মে নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

আজ বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম দিদার হোসাইন নতুন করে এ দিন ধার্য করেন।

গত বছরের ৪ আগস্ট কাজী নওশাবা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ ভিডিও সম্প্রচার করেন, যার কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সে সময় নওশাবা বলেন, ‘জিগাতলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে একজনের চোখ উঠিয়ে ফেলেছে এবং চারজনকে মেরে ফেলেছে। আপনারা যে যেখানে আছেন, কিছু একটা করেন।’

গত বছরের ২১ আগস্ট আদালত থেকে জামিন পান নওশাবা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন