কাশ্মিরে সিআরপিএফের ওপর এবার গ্রেনেড হামলা

  18-04-2019 12:01PM


পিএনএস ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামাতে আবারো আধা সামরিক বাহিনীর ওপর হামলা হয়েছে। গতকাল বুধবার ত্রালের অবন্তিপোরায় সিআরপিএফের ক্যাম্পে গ্রেনেড হামলা চালায় অজ্ঞাত ব্যক্তিরা। এ হামলায় এক জওয়ান আহত হয়েছেন৷ আহত জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ত্রালের নৌডাল এলাকায় সিআরপিএফের ১৮০ ব্যাটেলিয়নের ক্যাম্প রয়েছে। সেই ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। সে সময় সেখানে পাহারায় ছিলেন ওই ক্যাম্পের হেড কনস্টেবল। ক্যাম্পের বাইরে বিস্ফোরিত হওয়া গ্রেনেডের স্পিøন্টার ছিটকে আহত ওই কর্মকর্তা। ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, আহত সিআরপিএফ কর্মকর্তার নাম শিব প্রসাদ। তার আঘাত গুরুতর।

সিআরপিএফের পক্ষ থেকে বলা হয়, হামলাকারীরা আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার ব্যবহার করে। হামলার পরই পালিয়ে যায় তারা। এখন তাদের খোঁজে তল্লাশি চলছে।

উল্লেখ্য বুধবারই মোদি এক জনসভায় হুমকি দেন, পাকিস্তানের কাঁদার অপেক্ষায় আছেন তিনি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন