মহাকাশ যুগে ঢুকল নেপাল

  19-04-2019 12:37AM

পিএনএস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে বৃহস্পতিবার রাতে সফলভাবে নিজেদের প্রথম স্যাটেলাইট নেপালিস্যাট-১ উত্ক্ষেপণ করেছে নেপাল।

নেপালের একাডেমি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনএএসটি) এ তথ্য জানিয়েছে। খবর হিমালয় টাইমসের।

১.৩৩ কেজি ওজনের এ স্যাটেলাইটটি তৈরি করেছেন নেপালের দুই তরুণ বিজ্ঞানী আবাস মাসকেই এবং হরিরাম শ্রেষ্ঠ।

নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি'র সঙ্গে জড়িত সব বিজ্ঞানীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এটি দেশের জন্য গর্বের।

এনএএসটি জানিয়েছে, স্যাটেলাইট উত্ক্ষেপণ দেশের স্পেস ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নতুন পথ তৈরি করবে।

লো অরবিট স্যাটেলাইট নেপালিস্যাট-১ পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বে অবস্থান করবে।

প্রথমে এক মাসের জন্য এটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবে পরে এটি পৃথিবীর কক্ষপথে পাঠানো হবে।

এই স্যাটেলাইটটি নেপালের ভৌগোলিক তথ্য সংগ্রহ করবে। স্যাটেলাইট উত্ক্ষেপণে নেপাল সরকারকে সহযোগিতা করেছে জাপানিজ স্পেস এজেন্সি (জেএএক্সএ)।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন