শ্রীলঙ্কায় হামলা: প্রমাণ ছাড়াই আইএসের দায় স্বীকার

  23-04-2019 06:02PM

পিএনএস ডেস্ক : শ্রীলঙ্কার সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। রবিবার আত্মঘাতী এ হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২১, আহতের সংখ্যা পাঁচ শতাধিক।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, মঙ্গলবার আইএস নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আমাক নিউজ এজেন্সির মাধ্যমে দাবি করে, তারাই এ হামলা চালিয়েছে। তবে এ দাবির পক্ষে তারা কোনো ধরনের প্রমাণ উপস্থাপন করেনি।

এর আগে সোমবার জামাত আল-তাওহীদ আল-ওয়াতানিয়া নামের একটি ইসলামিক গোষ্ঠী এই ভয়াবহ বোমা হামলার দায় স্বীকার করে। দুবাইভিত্তিক আল অ্যারাবিয়া টেলিভিশন চ্যানেলকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা এ খবর দেয়।

এদিকে স্থানীয় মুসলিম সংগঠন ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে)-কে নৃশংস এ হামলার জন্য দায়ী করে আসছে শ্রীলঙ্কা সরকার।

বিবিসি জানায়, এখন পর্যন্ত সন্দেহভাজন ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করে সিরিয়ার একজন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন