শ্রীলঙ্কার পুলিশপ্রধানকে পদত্যাগের নির্দেশ

  24-04-2019 10:54PM

পিএনএস ডেস্ক : শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় দেশটির পুলিশের দায়িত্ব নিয়ে বির্তকের তৈরি হয়েছে বিশ্বমিডিয়ায়। সেই বির্তকের রেশ ধরে দেশটির পুলিশের প্রধান ও প্রতিরক্ষা সচিবের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) এ নির্দেশ দেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা। একইসঙ্গে কর্তব্যে অবহেলার অভিযোগ এনে পুলিশপ্রধানকে গ্রেফতারেরও দাবি তোলা হয়েছে।

অভিযোগের তীর রয়েছে দেশটির সরকারি গোয়েন্দা বাহিনীর দিকেও। এদিকে রোববার ইস্টার সানডেতে চার্চ ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ শতাধিক। এ ঘটনায় আটক করা হয়েছে ৬০ জনকে।

দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানায়, এ হামলার ঘটনায় ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন